সাইেটর সকল তথ্য

Welcome To Blog World ( ইউসুফ)

''Welcome To Blog World"

PC Garage

 ১.      দরকারি কিছু তথ্য


ভাইয়া এবং আপুরা
কেমন আছেন?? কয়দিন যাবত কম্পিউটারকে গতিশীল করার চেষ্টা করছিলাম। সেই চেষ্টাই আপনাদের সামনে তুলে ধরলাম-

১. Start থেকে Run যান , লিখুন tree এবং এন্টার দিন ৪/৫ বার
২. Start থেকে Run এ যান এবং লিখুন temp এবং এন্টার দিন এবার temp এর সব ফাই্ল মুছে দিন ,
৩. আবার Start -> Run লিখুন &#xte;mp% এবং এন্টার দিন এর ভিতরের সব ফাই্ল মুছে দিন ,
৪. Start -> Run লিখুন prefetch এবং এন্টার দিন এর ভিতরের সব ফাইল মুছে দিন |
৫. প্রতিদিন ccleaner ব্যবহার করে কম্পিউটার ক্লিন করুন ,
৬. প্রতিদিন ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন ,
৭. আপনার পিসির ডেস্কটপে যত সম্ভব কম আইকন বা ফোল্ডার রাখার চেষ্টা করুন |
এই কাজ গুলো প্রতিদিন করলে আপনার পিসির গতি কমবে না |

৮. Start থেকে Run যান , লিখুন msconfig। এইখানে লাস্ট অপসনে যেয়ে আপনার টাস্কবার এ কোন কোন জিনিসগুলো থাকবে তা ঠিক করুন।


২.  আপনি চাইলে জেনে নিতে পারেন আপনার 

     কম্পিউটারটি মহিলা নাকি পরুষ !!!

১) প্রথমে একটি note pad খুলুন,
২)নিচের লিংক টুকু note pad এ টাইপ করুন : CreateObject("SAPI.SpVoice").Speak"I love you"
৩) এবার ফাইলটি সেইব করুন : computer_gender.vbs নামে ।

৪) এবার সেই ফাইলটি চালু করুন ।
এখন দেখুন আপনার কম্পিউটারটি মহিলা নাকি পরুষ এর কন্ঠে কথা বলে !!

 

৩. USB drive যদি write protected দেখায় তাহলে

     সমাধানের উপায়। 

মাঝে মাঝে আপনার USB drive (pen drives, memory cards, iPod and other USB mass storage devices) টি write protected দেখায় এবং আপনি কোন delete/Copy করতে পারেন না।
যে সব Message সাধারনত দেখায় তা হল:
* Cannot copy files and folders, drive is write protected * Cannot format the drive, drive is write protected * The disk is write protected * Remove write protection or use another disk * Media is write protected
আসুন দেখি কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
যে কারনে এই সমস্যা দেখা যায় এবং তার সমাধান :
১। যদি আপনার USB Device টি physical lock থাকে তাহলে এই সমস্যায় পতিত হবেন। তাই এটি Unlock করতে হবে।
২। কিছু কিছু virus আছে যা আপনার PC registry hack করতে পারে। যার দরুন আপনার USB Device টি write protected দেখায়।
পরিত্রানের উপায়:
1. Start Menu থেকে Run গিয়ে লিখুন regedit এবং Enter করুর তাহলে আপনি registry editor এ ঢুকবেন।
2. এখন নিচের path টি Navigate করুন।
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
Note: যদি StorageDevicePolicies না থাকে তাহলে Control এর উপর Right click করে New>Key - Select করে আপনাকে এটি create করতে হবে।
3. right pane থেকে WriteProtect এর উপর Double click করে Data Box থেকে Value "0" করুন এবং OK করুন।
4. Registry close করে আপনার computer টি Restart করুন, তারপর পুনরায় connect করুন আপনার USB drive।
আশা করি ইপনার সমস্যা সমাধান হবে।

৫.   মাত্র ১০ মেগাবাইটে ডাউনলোড করুন       

       ১৬৫ টি  ছোট্ট ও কাজের সফটয়্যার !!!

 

ছোট এবং কাজের ১৬৫ টি সফটয়্যার এক্ষুনি ডাউনলোড করে নিন মাত্র ১০ মেগাবাইটে। আশা করি সফটয়্যারগুলো আপনাদের কাজে আসবে। প্রতিটি সফটয়্যার খুব ছোট এবং এক্টিভেটেড।

আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে মিডিয়াফায়ার লিঙ্কে আপলোড করে দিলাম। লিঙ্ক থেকে ডাউনলোড করার পর extract করার পর ১৬৫ টি সফটয়্যার পাবেন এবং সফটয়্যার সাথে তার কার্যকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরন দেয়া আছে। আশা করি সমস্যা হবেনা আপনাদের। এছাড়া সফটয়্যার ইন্সটলের তেমন জামেলা নেই….

১০ মেগাবাইটের ভিতর যে সফটয়্যাগুলো পাবেন :-
1- WinUpdatesList  2- StartupRun  3- MessenPass  4- MyUninstaller 5- IPNetInfo 6- Mail PassView 
7- ProduKey 8- CurrPorts  9- Asterisk Logger  10- Network Password Recovery  11- IECookiesView  12- AsterWin IE  13- Netscapass  14- Access PassView  15- Win9x PassView  16- SniffPass                17- AdapterWatch  18- NetResView  19- WhoisThisDomai  20- GoogRank  21- MozillaCookiesView     22- IEHistoryView  23- ActiveX Compatibility Manager  24- CustomizeIE  25- MIMEView  26- OfficeIns 27- CurrProcess  28- ServiWin  29- ShellMenuVie  30- FoldersReport  31- MMCompView                   32- IconsExtract  33- Funny Voice  34- MyPlanetSoft Anti-Keylogger  35- Advanced Password Generator
36- Ares  37- Blackman’s E-mail encoder  38- BurnCDCC  39- Roadkills Convert  40- Eve  41- File Scissors  42- FontsOnCD  43- K9  44- Metapad  45- NoteBook
46- Roadkill’s Password Store  47- PaperNotes  48- Toolbar Paint  49- Textview  50- TinyPiano.c          51- Traybar  52- Weird Metronome  53- WindowSize  54- Mini Shut Down Utilities  55- FileCryptor
56- GIF2SWF  57- MetaHelper  58- Multi AsciiArt   59- RegEm  60- Skin Bar 2000  61- Simple Bookmark  62- Bopup Scanner  63- Cathy  64- Color Cop  65- DIZzy  66- GlobalFind                          67- InternetExplorer Lights  68- pcSuper Scanner  69- IPConvert – IPv4 to IPv6 Address Converter
70- Lens  71- PDFproducer  72- PowerClick  73- Qm – The Quick Mailer  74- UnFREEz
75- Text File Cleaver  76- Screen-It  77- ResThief  78- Change Icon  79- QuickEdit  80- ListFont  81- Tiny Web Server  82- HTMLAsText   83- Win-GZ  84- AddUp  85- CSView  86- VorteX’s WebTool
87- XTrans  88- FontRenamer  89- GifSplitter  90- SubTitle FPS converter  91- WinRipper  92- PathSync
93- Startup Control Panel  94- ActiveXHelper  95- SendToAny  96- Hot Screen  97- MyPCinfo               98- Volumouse   99- GooDelete History  100- BatchRename  101- Address View  102- AspNetUserPass v1.00  103- AtNow v1.1  104- Content Advisor Password Remover  105- DLL Export Viewer v1.11
106- DriverView v1.10  107- DumpEDID v1.01   108- Enterprise Manager PassView v1.00
109- FastResolver v1.00  110- FavoritesView v1.10   111- FoldersReport v1.21   112- GACView v1.10113- GDIView v1.01    114- HeapMemView v1.00   115- IdenSwitch v1.01  116- IECacheView v1.00  117- IEDesignMode v1.00  118- IE PassView v1.05   119- InjectedDLL v1.00                            120- InstalledCodec v1.00  121- JRView v1.00     122- javascript Animator Express v1.10
123- LSASecretsDump v1.10 [Removed By Kaspersky Due To Trojan]   124- LSASecretsView v1.10
125- MonitorInfoView v1.01   126- MozillaHistoryView v1.02  127- MetarWeather v1.51  128- NirCmd
129- NirExt v1.01  130- NK2View v1.15   131- OpenedFilesView v1.05  132- PCAnywhere PassView v1.11  133- Protected Storage PassView v1.63   134- PstPassword v1.01   135- RegDllView v1.01
136- RegScanner v1.55   137- RunAsDate v1.01   138- SeqDownload v1.20  139- ShellExView v1.18
140- ShortcutsMan v1.01  141- SmartSniff v1.32   142- SysExporter v1.30   143- TagsReport v1.00
144- TurnFlash v1.00    145- TurnFlash v2.10   146- URLProtocolView v1.00   147- USBDeview v1.11
148- VNCPassView v1.01   149- WhosIP v1.02   150- WinLister v1.12  151- WirelessKeyView v1.11
152- ZipInstaller v1.21  153- Dialupass v2.43  154- Remote Desktop PassView v1.00   155- Total Copy
156- System Information for Windows  157- RecoverEXE10  158- DirLister 159- Roadkills Unstoppable Copier  160- 7zip Splitter   161- Xp Product Key Changer   162- WGA Notification Remover v1.1
163- HoverMatch   164- MaliciousFilesFinder   165- Task-Manager-Fix    166- Uptimer
167- Virtual CD-ROM Control Panel v2.0.1.             168- XP Hiiden App Launcher

৫.     Windows XP সেটাপ করুন USB পেন  ড্রাইভ 

         থেকে

 

 ইদানিং সব কম্পিউটারেই Boot from USB অপশনটা থাকে। আর আমাদের সবার কাছেই তো পেন ড্রাইভ আছে(ইদানিং নাই বলতে লজ্জা লাগে:))। আমরা জানি সিডিরমের চাইতে পেন ড্রাইভের রিড/রাইট স্পীড অনেক বেশী। তাই উইন্ডোজ এক্সপির সেটাপ যদি সিডিরমের পরিবর্তে পেন ড্রাইভ থেকে দেওয়া যায় অনেক কম সময় লাগবে। এছাড়া ও যাদের ল্যাপটপে অপটিক্যাল ড্রাইভ নস্ট(আমার নিজের ল্যাপটপে ও নষ্ট :)) তারা ও এই পদ্ধতিতে এক্সপি সেটাপ করতে পারবেন। এই জন্য প্রথমে নিচের যে কোন একটা লিংক থেকে USB_MultiBoot_10.zip ফাইলটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে যে কোন একটা ড্রাইভে আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার তৈরী হবে। কমপক্ষে ১ গিগাবাইটের একটা খালি পেন ড্রাইভ আপনার পিসিতে সংযুক্ত করুন। মনে রাখবেন, পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে তাই গুরুত্বপূর্ন কোন ডাটা এতে থাকলে তা ব্যাকআপ নিয়ে নিন।

USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 নামে একটা ব্যাচ ফাইল থাকবে সেটা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে। এন্টার দিন। Enter your choice: এ P লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি ফরম্যাটের অপশন আসবে Start -> Yes -> Yes -> OK -> Close দিন। সিডিরমে Windows XP সেটাপ সিডি প্রবেশ করান। এক্সপি সেটাপ অটোরান হবে তা বন্ধ করুন। Enter your choice: এ 1 লিখে করে এন্টার দিন। এক্সপি সেটাপ সিডিটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করে OK দিন। Unattended Install এর একটা অপশন আসবে Yes দিন। এবার একে একে নিচের তথ্যগুলো দিন এবং প্রত্যেকটা তথ্য দেওয়ার পর OK বাটনে ক্লিক করুন।

Owner Name = Jewel(আপনার নাম)
Organization Nmae = Personal(আপনার প্রতিষ্ঠানের নাম)
Product Key = xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx(এক্সপির সিরিয়াল নাম্বার)
Computer Name = JEWEL-PC(আপনার কম্পিউটারের নাম)
Administrator Password = xxxxxx(আপনার পছন্দমত)
Time Zone = 205 (এটা GMT+07:00 এর জন্য। GMT+06:00 এর অপশন এতে নেই তাই পরে ঠিক করে নেবেন)
Workgroup Name = WORKGROUP(আপনার পছন্দমত)
User Name = Jewel(আপনার ইউজারনেম)

যেসব তথ্য দিয়েছেন সবকিছু দেখাবে। ঠিক আছে কিনা দেখে OK ক্লিক করুন। Enter your choice: এ 2 লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি কম্পিউটারের যে ড্রাইভ হিসেবে দেখাচ্ছে তা সিলেক্ট করে OK দিন। যেমন আমার পিসিতে I: ড্রাইভ। Enter your choice: এ 3 লিখে এন্টার দিন। ডিস্ক তৈরী করা শুরু হবে।

সেটাপের সময় যা খেয়াল রাখতে হবে, প্রথমবার উইন্ডোজের ডেস্কটপ না আসা পর্যন্ত পেন ড্রাইভটা খুলবেন না। অনেকের পিসিতে সেটাপ চলাকালীন প্রথম রিস্টার্টের পর hal.dll এর একটা এরর আসতে পারে। সেক্ষেত্রে পিসিকে পেন ড্রাইভ থেকে বুট করে বুট মেন্যুতে "2. and 3. Continue with GUI Mode Setup Windows XP + Start XP from HD 1" সিলেক্ট করে এন্টার দিতে হবে।

ডাউনলোড লিংক: (01) (02) (03) 



No comments:

Post a Comment